হাজীগঞ্জে ১৭০ , জেলায় ১৭৫৪ জন করোনায় আক্রান্ত
চাঁদপুর জেলায় নতুন করে আরও ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার আক্রান্ত সংখ্যা ছিলো ১৬৯৫জন। নতুন ৫৯জন জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৫৪জন। নতুন করে চাঁদপুর সদর ও শাহরাস্তির দুই জনের মৃত্যুর সংখ্যা যোগ হয়েছে। এতে জেলায় করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪জন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, আজকের প্রাপ্ত রিপোর্ট সংখ্যা হচ্ছে ১৯৪টি। এর মধ্যে পজেটিভ ৫৯টি এবং নেগেটিভ ১৩৫টি।
আক্রান্ত ৫৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৫জন (মৃত ১জনসহ), হাইমচর ২, মতলব উত্তর ৪, মতলব দক্ষিণ ৪, ফরিদগঞ্জ ৯, হাজীগঞ্জ ৭, শাহরাস্তি ৮ (মৃত ১জন)। নেগেটিভ রিপোর্ট ১৩৫টি। এর মধ্যে চাঁদপুর সদরে ৫৫, হাইমচর ২৬, মতলব উত্তরে ৬, মতলব দক্ষিণে ৪, হাজীগঞ্জ ১০, কচুয়া ৭, শাহরাস্তি ২৭জন।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, চাঁদপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা ১৬৯৫জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৬৮২, হাইমচরে ১২৭, মতলব উত্তর ১৩৬, মতলব দক্ষিণ ১৯৫, ফরিদগঞ্জ ১৯৯, হাজীগঞ্জ ১৭০, কচুয়া ৭৩ ও শাহরাস্তি ১৭২জন।
তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৭২জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২১জন, ফরিদগঞ্জ ১০জন, হাজীগঞ্জ ১৭জন, শাহরাস্তি ৭জন, কচুয়া ৬জন, মতলব উত্তর ৯জন, মতলব দক্ষিণ ৩জন ও হাইমচরে ১জন।