শেখ সিটি শপিং কমপ্লেক্সে তৃতীয় কূপন বিজয়ীর নাম্বার ৪৩৯
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
জেলার মধ্যমণি হাজীগঞ্জ বাজার। এই বাজারে ক্রেতাদের সুবিধা দিতে মার্কেট মালিকপক্ষ ও ব্যবসায়ীদের আছে সমন্বয়। সেই লক্ষ্য প্রতিয়মান হাজীগঞ্জ বাজারে শেখ সিটি শপিং কমপ্লেক্স।
‘স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করুন’- স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য লাকী কুপন এর আয়োজন করেছে কর্তৃপক্ষ।
শনিবার থেকে ঈদের রাত পর্যন্ত প্রতিদিন থাকছে একটি করে স্মার্টফোন উপহার।
তৃতীয় বিজয়ী কূপনের নাম্বার ৪৩৯। বিজয়ীর নাম নুরুর রহমান রাজু। সে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ পাটোয়ারী বাড়ির বাসিন্দা।
এদিকে প্রথম মোবাইল সেট বিজয়ী রিপা আক্তার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার পাঁচৈই গ্রামে।