মতলব প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা
মতলব প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা ২৭ জুলাই সোমবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের সঞ্চালনায় সভার আলোচ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন,সাবেক সভাপতি আমির খসরু প্রধানীয়া, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, বর্তমান সহ- সভাপতি আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির,সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, কোষাধ্যক্ষ পলাশ রায়, ক্রীড়া সম্পাদক মুদাচ্ছের হোসেন পাটোয়ারী, সম্মানিত সদস্য মোস্তাফিজুর রহমান চঞ্চল প্রমুখ।
সভায় মতলব প্রেসক্লাবের ঐতিহ্য এবং সুনাম অক্ষুন্ন রাখতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সাংগঠনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।