আজ মরহুম সুবেদার অব. আব্দুল হামিদ মুন্সীর ষষ্ঠতম মৃত্যু বার্ষিকী
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজিগঞ্জ ডিগ্রী কলেজ ও রান্ধনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎসাহী সদস্য মরহুম সুবেদার অব. আব্দুল হামিদ মুন্সীর আজ ষষ্ঠ তম মৃত্যু বার্ষিকী।
তিনি ২০১৪ সালের আজকের এইদিনে শারীরিক অসুস্থতায় কুমিল্লা CMH থেকে চিকিৎসা কার্যক্রম শেষে মাইক্রোযোগে হাজিগঞ্জ আসার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। ওই সময় তার দুই ছেলে কামরুল ও শাখাওয়াত মারাত্মক ভাবে আহত হয়। দুর্ঘটনার তিন দিন পর সুবেদার অব. আব্দুল হামিদ মুন্সী মারা যান। আজ তার ষষ্ঠতম মৃত্যু বার্ষিকী।
তার ছেলে শামছুজ্জামান মুন্সী সবার কাছে বাবার জন্য দোয়া কামনা করেছেন।