শেখ সিটি শপিং কমপ্লেক্সের প্রথম কূপন বিজয়ীর নাম্বার ৩১০৩
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
‘স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করুন’- স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য লাকী কুপন এর আয়োজন করেছে হাজীগঞ্জ বাজারে শেখ সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ।
শনিবার থেকে ঈদের রাত পর্যন্ত প্রতিদিন থাকছে একটি করে স্মার্টফোন উপহার।
শনিবার রাত নয়টায় প্রথমবারের মতো প্রথম দিনের রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
বিজয়ী কূপনের নাম্বার ৩১০৩। কূপনে থাকা বিজয়ীর নাম রিপা।