রান্ধুনীমুড়া সপ্রাবির পরিচালনা পর্ষদের সভাপতি স্নাতক পাশ
হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড ৭৩নং রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক অভিভাবক (পিটিএ) কমিটির নির্বাচন করোনা দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়েছে।
২১শে জুলাই বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারের পরিচালনায় উপস্থিত অভিভাবকদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন মজুমদার (বিএস,এস) সহ-সভাপতি ফজলুল হক মজুমদার, শিক্ষক অভিভাবক (পিটিএ) কমিটির সভাপতি হাজিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকর্মী এস এম মিরাজ মুন্সী, সহ-সভাপতি সোহেল রানা নির্বাচিত হন।
ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য আক্তার হোসেন মজুমদার, বিদ্যুৎসাহী মৌসুমী মজুমদার, জনপ্রতিনিধি মোহাম্মদ শুকু মিয়া, অভিভাবক মহিউদ্দিন আমেনা বেগম, তাসলিমা বেগম, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি আয়েশা আক্তার, শিক্ষক প্রতিনিধি সাকিনা বেগম, প্রধান শিক্ষক নাছিমা আক্তার চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।
এছাড়াও কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, সদস্যদের মধ্যে শিক্ষক প্রতিনিধি প্রদীপ কুমার, তাফাজ্জল হোসেন তপু ,মিলন হোসেন,হুমায়ুন কবির, কোহিনুর বেগম, হোসনেআরা আক্তার চূড়ান্ত নির্বাচিত হয়েছেন। দুটি কমিটির সকল সদস্যদের সমন্বয়ে বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়ন শিক্ষার্থীদের খোঁজখবর ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করার লক্ষ্যে নবাগত কমিটির নেতৃবৃন্দরা গ্রামের সকল অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য সহকারি শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।