হাজীগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে ছুটে গেলেন মেয়র
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
জলাবদ্ধতা নিরসনে ছুটে গেলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব- উল আলম লিপন।
টানা বর্ষণে পৌরসভার কিছু কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খবর পেয়েই ছুটে যান তিনি। মানবসৃষ্ট সমস্যাগুলোই জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
যত্রতত্র নালা-ডোবা ভরাট, পলিথিন, পানির বোতল, খাবারের প্যাকেটসহ বিভিন্ন আবর্জনা যেখানে সেখানে ফেলে ড্রেন কালভার্টের পানি প্রবাহের স্বাভাবিক গতি রোধ করা হচ্ছে।
মঙ্গলবার পৌর এলাকার টোরাগড় এলাকায় অবাধে মাটি ভরাটে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মালিক পক্ষ পাইপ লাগিয়ে দিতে অপারগ হলে মেয়র পদক্ষেপ নেন।
ওইসময় মেয়র বলেন, নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলুন। জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। আমি আপনাদের সেবক হিসেবে এসেছি-সেবা করার জন্য। আপনাদের সেবা করেই যাবো, ইনশাআল্লাহ।