নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি রুহুল
মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি -ঠেটালীয়া নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন চাঁদপুর -২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এড, মোঃ নুরুল আমিন রুহুল এমপি।
তিনি আজ ১৮ জুলাই দুপুরে উপজেলার সিপাই কান্দি ও ঠেটালীয়া গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
তিনি ঐ এলাকার কিছু অংশে গত বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন এলাকায় পানি সম্পদ প্রতি মন্ত্রী এনামুল হক শামীম কে এনে অনেক কোটি টাকা বরাদ্দ এনে উপজেলার টরকী, ঠেটালীয়া, সিপাহি কান্দি, গাজিপুর, চরমাছুয়া, জহিরাবাদ, জয়পুর, নাওভাঙ্গা, একলাশপুর ষাটনল এ ভাঙ্গন স্হান গুলিতে বড় আকারের জিও ব্যাগ বর্তি বালির বস্তা নিক্ষেপ করে নদী ভাঙ্গন রোদ করেন। এতে করে হাজার হাজার মানুষ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায়, এবং বেড়ীবাঁধ ও ঝুঁকি মুক্ত হয়। ঐ সমস্থ স্হান গুলিতে এখও কিছু কিছু অংশে নদী ভাঙ্গন দেখা দেয়। সিপাই কান্দি ও ঠেটালীয়া নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন কালে এমপি নুরুল আমিন রুহুল বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে নদী ভাঙ্গন এলাকার মানুষকে বাঁচাবার জন্য কোট কোটি টাকা বরাদ্দ দিয়ে নদী ভাঙ্গনের কবল থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা সাধ্য মত কাজ করে যাব ইনশাল্লাহ। এ চলতি বর্ষা মৌসুমে যে সমস্ত এলাকা গুলি এখন ও নদী ভাঙ্গন হয়, আমরা সে সমস্ত এলাকা চিহ্নিত করে অচিরেই এর ব্যবস্থা গ্রহণ করব।
এমপি রুহুলের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, পানি ব্যবস্হাপনা ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, ওসি তদন্ত শাজান কামাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাংবাদিক গোলাম নবী খোকন, ইসরাফিল বাবু, শেখ ওমর ফারুক, আতিকুর রহমান দুলাল সহ এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ ও আওয়ামিলীগ ও সহ যোগী সংগঠনের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।