‘ শেষ প্রহর’ ঈদে নজরুল রাজ- ঊর্মিলা’র
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
ঈদে নজরুল রাজ- ঊর্মিলা’র ‘ শেষ প্রহর’বিনোদন ডেস্ক : বর্তমান প্রজন্মের অন্যতম ব্যস্ততম অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ। অভিনয়কে নিজের মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তুলেন দর্শকমহলে অত্যন্ত সাবলীলভাবে।
ঈদকে ঘিরে প্রতিবছরই নজরুল রাজের থাকে দর্শকদের জন্য ব্যতিক্রমধর্মী উপহার।
এবারও ভিন্ন নয়।আসাদুজ্জামান আসাদের পরিচালনায় ” শেষ প্রহর নাটকে অংশ নিয়েছেন তিনি। নাটকটি একটি রিসোর্ট এর গল্পকে কেন্দ্র করে। তিনবন্ধু মিলে রিসোর্ট এ ঘুরতে আসে রিসোর্ট এ..অনেক গান-বাজনা করে..হৈ-হুল্লোড় করে….একেক জন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা একটি রোমান্টিক গল্প।
নজরুল রাজ জানান; কোরবানীর ঈদে করোনাকালীন সময়ে দর্শক নাটকটি দেখে বেশ মনপ্লুত হবেন। এ নাটকটিতে আরও অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর; মিথিলা; অবাক ; প্রনীল; অরিন প্রমুখ। নাটকটি ঈদে যেকোন বেসরকারি টিভিতে প্রচার করা হবে।