হোটনী সপ্রাবির সভাপতি হলেন প্রভাষক শিল্পী আক্তার
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজিগঞ্জ -শাহরাস্তির কান্ডারী, উন্নয়নের রূপকার মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম এমপিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রভাষক শিল্পী আক্তার। তিনি হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।
মানুষ গড়ার কারিগর, ইংরেজি প্রভাষক মিসেস শিল্পী আক্তার কে 96 নং হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচিত করাই এলাকাবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা জানান।
শিল্পী আক্তার সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন। সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন তার স্বামী।
মিসেস শিল্পী আক্তার হোটনী সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই দুইবার বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত। পিটিআই কমিটির নবনির্বাচিত সভাপতি তোহিদ মাস্টার নির্বাচিত হয়েছেন।