সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন গাজী সালাউদ্দিন
সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার সুপ্রিয় পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পত্রিকার উপদেষ্টা সম্পাদক গাজী সালাহউদ্দিন এখন থেকে পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। মানবসমাজ পত্রিকা বিষয়ে তাকে সহযোগিতা সহ সকল বিষয়ে তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গাজী সালাহউদ্দিন হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৬ সাল থেকে তিনি স্থানীয় পত্রিকা সাপ্তাহিক হাজীগঞ্জ ও চাঁদপুর কন্ঠ পত্রিকা দিয়ে পত্রিকা জগতে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন সময়ে সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, নির্বাহী সম্পাদক, উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কুমিল্লার দৈনিক রূপসী বাংলা, জাতীয় পত্রিকা দৈনিক সমাচার সহ বেশ কিছু বেশকিছু জাতীয় দৈনিকে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পাশাপাশি কয়েকটি পত্রিকায় নিয়মিত কলাম লিখে আসছেন।
পত্রিকা জগতের বাহিরেও চারু শিক্ষক ও চারু শিল্পী হিসাবে তার সুখ্যাতি রয়েছে এবং তিনি বেশ কিছু সংগঠনেও সুনামের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।