মতলবের কাচিয়ারা স্কুল ও কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাচিয়ারা স্কুল ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে অব্যহতি দিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রলীগ। চাঁদপুর জেলা ছাত্রলীগে সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৪ জুলাই তাদের দুজনকে অব্যাহতি দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে সিয়াম হোসেন মানিক ও মোঃ মেহরাব হোসাইন অপু নিজেদেরকে কাচিয়ারা স্কুল ও কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যা সংগঠনের দলীয় নিয়ম শৃঙ্খলাবিরোধী। তাই ওই দুজনকে ছাত্র লীগের সকল ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।
এছাড়া ভবিষ্যতে এই ধরণের কর্মকান্ডে কেউ জড়িত হলে বা নিজেকে কোন ইউনিটের পদধারী নেতা দাবি করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।