হাজীগঞ্জে তিনটি গোরু চুরি
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এনায়েতপুর ভূঁইয়া বাড়ী থেকে তিনটি গোরু চুরি হয়েছে। রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন গরুর মালিক আবদুস সাত্তার।
আবদুস সাত্তারের ছেলে আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, আমাদের চারটি গোরু ছিল। তিনটি গোরু রোববার রাতে চুরি হয়ে গেছে। করোনাকালে আমাদের বড় ক্ষতি হয়ে গেছে। তিনি জানান, বাবা সোমবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দিয়েছেন।