শিক্ষা প্রতিষ্ঠানে পশুর হাট, স্বাস্থ্য বিধি নিয়ে আতংক

আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ১৩, ২০২০ | ৭:৪৫
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ১৩, ২০২০ | ৭:৪৫
Link Copied!

শহর ছেড়ে করোনা ভাইরাস(কোভিড-১৯) এখন গ্রামে ঢুকে পড়েছে। প্রতিনিয়মিত বাড়ছে সামাজিক সংক্রমণ। ফলে বাড়ছে আতংক। যদিও উপজেলা সদরের গ-ি পেরিয়ে গ্রামাঞ্চলে গিয়ে দেখা গেছে সামাজিক দুরত্ব ও মাস্ক পরার বালাই নেই সেখানে। এই চিত্র চাঁদপুরের ফরিদগঞ্জসহ আশপাশের উপজেলাগুলোতেও। এদিকে কয়েকদিন পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ও সড়কের পাশে বসছে কোরবানীর পশুর হাট। ফলে কঠোর ভাবে স্বাস্থ্য বিধি না বলে ঈদ-উল আযহার পরে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পশুর হাটের পর নোংরা আবর্জনায় দুষিত হয়ে উঠতে পারে পরিবেশ।

জানাগেছে, বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত ফরিদগঞ্জ উপজেলায় এবছর পৌর এলাকার দুটিসহ উপজেলায় ৩৬টি কোরবানীর পশুর হাটের ইজাড়া দেয়ার প্রক্রিয়া চলছে। এসব হাটের অধিকাংশই গুলোই স্থানীয় সড়কের পাশে বা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হবে। এর মধ্যে উপজেলা রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, গৃদকালিন্দিয়া শিক্ষা কমপ্লেক্স মাঠ, খাজুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠ, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়,পত্যাশী উচ্চ বিদ্যালয় মাঠ অন্যতম। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বিগত বছর গুলোতে কোরবানীর পশুর হাট বসলেও হাট শেষে নিয়মানুযায়ী পরিস্কার পরিচ্ছন্ন রাখার বালাই ছিল না। বিদ্যালয় কর্তৃপক্ষ বারংবার এসব বিষয়ে কর্তৃপক্ষকে জানালেও হাটের ইজাড়াদাররা প্রভাবশালী হওয়ায় সেগুলো বাস্তবায়ন আর হয় না।

এবছর করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই প্রতিষ্ঠান গুলোর মাঠে কোরবানীর পশুর হাট বসলে, হাটের পরের অবস্থা কি হবে তা অনুমেয়। তাছাড়া হাটে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি স্বাভাবিক। এসব স্থানে স্বাস্থ্য বিধি অনুযায়ী সামাজক দুরত্ব না মানলে কোরবানীর পর করোনা সংক্রমণ আরো তীব্র হতে পারে। উপজেলার করোনা পরিস্থিতি অনুযায়ী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শহরের চেয়ে গ্রামে আশংকাজনক ভাবে বেড়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

উপজেলার বিভিন্ন বাজার গুলো ঘুরে দেখা গেছে, বাজারে আসা লোকজনের শতকরা ৯৫ ভাগের মুখেই মাস্ক নেই। ফলে কোরবানীর পশুর হাটগুলোতে একই অবস্থা হবে বলে ধারনা করা হচ্ছে।

এব্যাপারে রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী জানান, ইতিপুর্বে কোরবানীর পশুর হাটের পর বারংবার হাটের জন্য ব্যবহার করা বিদ্যালয় মাঠ পরিস্কার করার জন্য বললেও কেউ কর্ণপাত করেনি। ফলে বিদ্যালয় কর্তৃপক্ষকেই এসব আবর্জনা পরিস্কার করতে হয়েছে। এবছর বিদ্যালয় বন্ধ থাকার সাথে করোনা পরিস্থিতির কারণে হাট শেষের পরিবেশ ভয়াবহ অবস্থায় পতিত হতে পারে।

ফরিদগঞ্জ পৌরসভার সচিব এ কে এম খোরশেদ আলম জানান, পৌরসভার দুটি হাটে স্বাস্থ্য বিধি মেনে বিকিকিনি করার জন্য নির্দেশনা দেয়া হবে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী জানান, কোরবানীর হাটে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব না মানলে করোনা পরিস্থিতি আরো তীব্র হতে পারে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি জানান, এবছর করোনা পরিস্থিতির কারণে সরকারি ভাবে কোরবানীর পশুর হাটে স্বাস্থ্য বিধি মানা এবং হাট শেষে হাটের স্থান পরিচ্ছন্ন রাখার জন্য ইজাড়াদাদের নির্দেশনা দেয়া হচ্ছে। না মানলে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। আমরা সেই ভাবে ব্যবস্থা নিচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মায়া’সহ আ.লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চাঁদপুরে ৪ বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামীলীগের মামলা কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার