খাল দখল করে ইমারত নির্মাণ করছে প্রভাবশালীরা

আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ১৩, ২০২০ | ৬:৫০
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ১৩, ২০২০ | ৬:৫০
Link Copied!

ফরিদগঞ্জ উপজেলা রুপসা দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর-লক্ষ্মীপুর সীমান্তবর্তী এলাকায় বর্ডার বাজারে সীমান্তবর্তী খাল দখল করে ইমারত নির্মাণ করছে কয়েকজন প্রভাবশালী।

সরেজমিন দেখা গেছে, চাঁদপুর-লক্ষ্মীপুর সীমান্তবর্তী খাল দখল করে বহুতল ভবন নির্মাণের মহোৎসব চলছে।

ইউনিয়ন ভূমি অফিস বারংবার বাধা দিলেও তোয়াক্কা করছে না ঐ সব প্রভাবশালী মহল। বর্ডার বাজার ব্যবসায়ী তোফাজ্জল, সুমন, মহাসিন, এবং খন্দকার জামাল আহম্মেদের খন্দকার মোস্তফা কামাল সহ আরো অনেকে দুই পাড়ে প্রায় অর্ধশত দোকান গড়ে উঠেছে। এতে করে দুই অঞ্চলের সীমান্তবর্তী খালটিতে ব্যাপক হারে জলাবদ্ধতা হওয়ার আশংকা করছেন স্থানীয় জনগন।
তাদের ভয়ে স্থানীয় জনগণ মুখ খুলতে রাজি হচ্ছে না।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন তারা পেশীশক্তি দিয়ে এইসব ভবন করছে এরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খাল দখল অব্যাহত রেখেছে। দুই জেলার সীমান্তবর্তী খালটি দখল করে নিচ্ছে। চারতলা ফাউন্ডেশন নিয়ে এক তলা চাদ নির্মাণ সম্পন্ন হয়েছে। পার্শে কয়েকটি দোকানের নির্মাণ কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, রাস্তার পাশে খালের উপরে নির্মাণাধীন ভবন গুলো নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে পুনরায় কাজ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে কোনো আপোষ করা হবে না।

পাশাপাশি স্থানীয় দখলদারদের মধ্যে কয়েকজন বলেন দোকান নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে আমরা অনুমতি এনেছি কিন্তু, দুই দিন সময় দিয়ে আসার পরেও তারা কোন অনুমতি পত্র দেখাতে সক্ষম হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় দখলদারদের উচ্ছেদ করার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠাবো পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করবো।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে : সমন্বয়ক কাদের চাঁদপুরে বিডিআর সদস্যদের চাকুরীতে পূণঃবহালের দাবীতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলের ভাড়া অর্ধেক করার দাবি হাজীগঞ্জে ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন করলো ছেলে চাঁদপুর মডেল থানায় ছাত্রদের হট্টোগল: শতাধিক ব্যাক্তির নামে মামলা ফরিদগঞ্জের পাইকপাড়ায় বিএনপির মতবিনিময় সভা মতলব উত্তরে ঘরে ঘরে কদর বেড়েছে লাকড়ি চুলার চাঁদপুর আল-মানার হাসপাতালে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচছা খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্না করে খেয়ে সব লুটে নিলো চোর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা জানালেন স্বাস্থ্য সচিব দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার কমিটির অনুমোদন চাঁদপুরে লোডশেডিংয়ে নাকাল জনজীবন, মিলছে চাহিদার অর্ধেক ব্রাজিল যেন শুধু হারতেই মাঠে নামে আইফোন ১৬ সিরিজে নতুন কী আছে? মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হাজীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ শেখ পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লটের বরাদ্দ বাতিলে রিট