হাজীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের হরিপুর দুলাল পাটওয়ারীর বাড়ীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে যুবকের মৃতদেহ নিয়ে ওই বাড়ীর সামনে প্রতিবাদ করছে স্বজনরা।
মৃতু যুবক একই ইউনিয়নের কাকৈরতলা ভূঁইয়া বাড়ীর সোহেল (৩০)। তার স্ত্রী ও ছয় মাসের সন্তান রয়েছে।
এলাকাবাসীর পক্ষে মানিক পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে সোহেল মারা যায়। তার আগে শনিবার বিকালে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সুকৌশলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী পাঠানো হয় সোহেলকে। রাতেই অবস্থা বেগতিক দেখে ওই হাসপাতালে পুনরায় নেয়া হয়। রোববার সকালে সোহেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে মৃত্যু হয়।
জানা গেছে, হরিপুর গ্রামের দুলাল পাটওয়ারী শনিবার বিকালে জোরপূর্বক সোহেলকে একটি আকাশী গাছে উঠতে বাধ্য করে। সোহেল বৃষ্টিতে গাছ ভিজা বলে উঠতে চায়নি। কিন্ত দুলাল পাটওয়ারী আকাশী গাছের ঢাল-পালা কাটতে সোহেলকে উঠায়।
এ বিষয়ে হরিপুর গ্রামের ইউপি সদস্য আকতার হোসেন পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, গাছ থেকে পড়ে সোহেলের মৃত্যু হয়। সোহেলের মৃতদেহ দুলাল পাটওয়ারীর বাড়ীর সামনে রাখা আছে।