রাস্তায় দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনা

আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ১১, ২০২০ | ৮:২৩
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ১১, ২০২০ | ৮:২৩
Link Copied!

ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ ও রাস্তার বেহাল দশা বিরাজ করছে।

ব্রিজটির দু’পাশে মাটি না থাকায় জনদুর্ভোগ বাড়ছে। রাস্তা থেকে ব্রিজে উঠতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন।

সম্প্রতি ব্রিজ ও রাস্তায় জনদুর্ভোগ দেখে জনস্বার্থে ব্রিজের দু’পাশে মাটি ভরাট করতে গিয়ে গুরুত্বর আহত হন স্থানীয় সিএনজি চালক সুমন খাঁন। বর্তমানে তিনি হাসপতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কে সরকারের উন্নয়ন কর্মকান্ডের ছোঁয়া লাগলেও রাস্তাটি অবহেলিত রয়ে গেছে। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ইছাপুরা পাটওয়ারী (চন্দের) বাড়ি থেকে সাহাপুর চৌরাস্তা পর্যন্ত এক কি. কাচা রাস্তার সংস্কার নেই দীর্ঘদিন ধরে। ফলে রাস্তার বড় বড় গর্তগুলো এখন এক একটি বিষপোঁড়া। একটু বৃষ্টি হলেই জমে যায় পানি, হয়ে যায় কর্দমাক্ত ফসলের মাঠের মত।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের কবি রূপসা, জামালপুর, বালিছাটিয়া, নদৌনা, দায়চারা, চৌঁমুখা, ইছাপুরা সহ ইউয়িনয়নের গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের একমাত্র রাস্তা এটি।

সড়কটি দিয়ে প্রতিদিনি শত শত যাত্রী ও মালাবাহী গাড়ি চলাচল করে। কিন্তু, বর্ষা মৌসুম আসলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসীর এই রাস্তা ধরেই যাতায়াত করতে হয় উপজেলা সদরে ।

বিজ্ঞাপন

সম্প্রতি ব্রিজ ও রাস্তায় জনদুর্ভোগ দেখে জনস্বার্থে ব্রিজের দু’পাশে মাটি ভরাট করতে গিয়ে গুরুত্বর আহত হন স্থানীয় সিএনজি চালক সুমন খাঁন। বর্তমানে তিনি হাসপতালে চিকিৎসাধীন। করোনার এ মহাসংকটে একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি কর্মহীন হয়ে পড়ায় সুমন খাঁনের পরিবারের স্ত্রী সন্তানরা সীমাহীন দুর্ভোগের মধ্যে সময় কাটাচ্ছে। এ বিষয়ে সুমন খাঁন এ প্রতিনিধিকে বলেন, আমাদের এলাকার রাস্তাটির কোন প্রকার কাজ করতে দেখা যায়না। চলাচলের অনুপযোগী রাস্তাটি কোন ভাবে কস্টে পার হতে পারলেও এ ব্রিজটির দু’পাশের মাটি না থাকার কারনে প্রয়োজনীয় যানবাহন ও মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে, রস্তাটি দ্রুত সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে : সমন্বয়ক কাদের চাঁদপুরে বিডিআর সদস্যদের চাকুরীতে পূণঃবহালের দাবীতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলের ভাড়া অর্ধেক করার দাবি হাজীগঞ্জে ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন করলো ছেলে চাঁদপুর মডেল থানায় ছাত্রদের হট্টোগল: শতাধিক ব্যাক্তির নামে মামলা ফরিদগঞ্জের পাইকপাড়ায় বিএনপির মতবিনিময় সভা মতলব উত্তরে ঘরে ঘরে কদর বেড়েছে লাকড়ি চুলার চাঁদপুর আল-মানার হাসপাতালে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচছা খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্না করে খেয়ে সব লুটে নিলো চোর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা জানালেন স্বাস্থ্য সচিব দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার কমিটির অনুমোদন চাঁদপুরে লোডশেডিংয়ে নাকাল জনজীবন, মিলছে চাহিদার অর্ধেক ব্রাজিল যেন শুধু হারতেই মাঠে নামে আইফোন ১৬ সিরিজে নতুন কী আছে? মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হাজীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ শেখ পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লটের বরাদ্দ বাতিলে রিট