পিকআপ ভাড়া নিয়ে ছিনতাই
ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকা থেকে গাড়ি ভাড়া নেওয়ার কথা বলে ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন এর খাজুরিয়া বাজার নিয়ে গাড়ি ছিনতাই করে নিয়ে যায় ডাইভার মামুনসহ অজ্ঞাত নামা আরো কয়েকজন।
জানা গেছে রূপসা বাজার থেকে কুমিল্লা নিমসার এলাকায় ভাড়া করার কথা বলে ড্রাইভার শাকিলকে নিয়ে খাজুরিয়া এলাকায় যায় ড্রাইভার মামুন। গোডাউন থেকে খালি ট্রে নিয়ে আসবে বলে বোয়ালিয়া কাজী বাড়ি বাচ্চু কাজীর ছেলে মামুন কাজী গাড়ি নিয়ে চলে যায়। পরে মামুন শাকিল কে ফোন দিয়ে বলে মোটা অংকের টাকা নিয়ে এসে নোয়াখালী থেকে গাড়ি নিয়ে যাও।
ড্রাইভার শাকিল জানান, পূর্ব থেকে পরিকল্পিতভাবে মামুনের নেতৃত্বে গাড়িটি ছিনতাই করা হয়েছে মামুনকে ফোন দিলে মামুন একবার বলে এলাকায় আছে আবার বলে নোয়াখালী আছে।
এ বিষয়ে গাড়ির মালিক আব্দুল মান্নান বলেন ঢাকা মেট্রো-ন ১৩-২৪১৭ পিকাপ JAC ক্রয় করেছি বেশিদিন হয়নি। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।