জেলা আওয়ামীলীগ নেতার মৃত্যুতে এমপি. রুহুলের শোক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনিসুজ্জামান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
তিনি মরহুম আনিসুজ্জামান চৌধুরীর বিদেহী আত্বার মাগফিরাত কামনা এবং ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন মহান আল্লাহর তায়া’লার নিকট প্রার্থনা করেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমপির ব্যক্তিগত এপিএস এড. মেঃ লিয়াকত আলী সুমনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক জানানে হয়েছে।
উল্লেখ্য, ৮ জুলাই দিবাগত রাত পোনে ২ টায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান।তিনি করোনা (পজেটিভ) আক্রান্ত হয়ে গত ২৯ জুন মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। গত পরশু মঙ্গলবার ওনার রিপোর্ট আসে নেগেটিভ। বুধবার রাত হঠাৎ করে তার শারীরিক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দেয়া হয়। তার স্ত্রী তাকে নিয়ে এম্বুল্যান্সে করে ওইদিন রাতে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।