কে মারলো এই নিষ্পাপ শিশুকে ?
মজিবুর রহমান
Link Copied!
নিষ্পাপ শিশুর নিথর দেহ পানি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। কে এই শিশুর শত্রু হয়ে দাঁড়ালো। বাবার ভয়ে কোন মা এই নির্দয় হত্যা করতে পারে?
ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের খলাপাড়া মজুমদার বাড়ীর সামনের খালে। স্থানীয়রা নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আবদুর রশিদ।
প্রত্যক্ষদর্শীরা জানান,নবজাতকের বয়স এক মাস হবে। নবজাতক কন্যা সন্তান।
হাজীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আবদুর রশিদ নবজাতকের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানান। তিনি আরো জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।