কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও অর্থ সহায়তা প্রদান
হাজীগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পারিবারিক পুষ্টি চাহিদা মিটানোর লক্ষে “প্রতি ইঞ্চি জমি পতিত রাখা যাবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনাকে সামনে রেখে সবজি প্রণোদনা কর্মসূচি ২০২০-২১ এর আওয়াতায় উপজেলার ২৮৮জন কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার উপজেলা চত্বরে ২৮৮জন কৃষকদের মাঝে পালংশাক, বরবটি, লালশাক, পুইশাক, ডাটাশাক ও বেগুন সহ মোট ১৬ প্রকার সবজি বীজ প্রদান করা হয়। এ ছাড়াও প্রত্যেক কৃষকদের বিকাশ নাম্বরে সার বাবদ ৪৩৫টাকা, বেড়া বাবদ ১ হাজার টাকা, পরিচর্যা বাবদ ৫শত টাকাসহ মোট ১৯৩৫ টাকা ও একটি করে সাইনবোর্ড প্রদান করা হয়।
সবজি বীজ ও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান টেলি কনফারেন্সের মাধ্যামে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা বৈশাখী বড়ৃয়া।
সবজি বীজ ও অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান। উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজাদ হোসেন, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কাজী মনজুরুল আলম।