হাজীগঞ্জে করোনায় মারা গেলেন ওমর আলী
হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর গ্রামে মো. ওমর আলী (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি পৌর ৯নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মৃত আব্দুল ওহেদের ছেলে।
তার ছেলে ফয়সাল শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৯ জুন বাবায় করোনার নমুনা চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। ২ জুলাই বাবার করোনা পজেটিভ বলে ঢাকা থেকে মোবাইলে ম্যাসেজ এসেছে।
শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শ্বাস কষ্ট, অরুচী ও বমি ছিল।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ চিশতী বলেন, হাসপাতালে মৃতই আনা হয়। তিনি চাঁদপুর সদর হাসপাতালে নমুনা দিয়েছেন। এখনও কোন রিপোর্ট আসেনি।
উপজেলা স্যানেটারী ইনেস্পেক্টর জসিম উদ্দিন বলেন, ছেলের মোবাইলের ম্যাসেজটি দেখেছি। ওমর আলীর করোনা পজেটিভ ছিল।
উল্লেখ্য, এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় ১৭ জন করোনা পজিটিভ হয়ে মারা যান। আর জ্বর সর্দিতে ৬২ জন মারা যান। এদের মধ্যে ১৭ জন নেগেটিভ হয়। নমুনা সংগ্রহ করা হয়নি ১৩ জনের। উপসর্গ ছিলো না ৭ জনের। ফলাফল অপেক্ষমান ৫ জনের ও চাঁদপুর সদর হাসপাতালে ৩ জন নমুনা প্রদান করে। এছাড়াও ১ জনের নমুনার কোন ফলাফল পাওয়ার সম্ভাবনা নেই।