মতলবে প্রকৌঃ মনির পাঠানের শুদ্ধাচার পুরস্কার অর্জন
ঐতিহ্যবাহী মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান ‘শুদ্ধাচার পুরস্কার ২০১৯- ২০২০ ” মনোনীত হয়েছেন।
জানা যায়, বাংলাদেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ২০১৭ সালে সরকার জাতীয় শুদ্ধাচার নাতিমালা প্রনয়ন করে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অর্ন্তভুক্ত শুদ্ধাচার চর্চার জন্য তাকে ২০১৯-২০২০ বছরে ‘ শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী’ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
তিনি মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ পাঠানের বড় ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সে সবার বড়।
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান বলেন,প্রধান প্রকৌশলী ও মনোনয়ন বোর্ড কর্তৃক আমাকে “শুদ্ধাচার পুরুষ্কার ২০১৯ – ২০২০ “ প্রদানের জন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । চারিদিকে মহামারী করোনার দু:সংবাদের মাঝেও এ সম্মাননা আমাকে আরো অনুপ্রাণিত করেছে । সওজ এর সকল পর্যায়ের কর্মকর্তাদেরও আমার সাথে থাকার জন্যে আন্তরিক ধন্যবাদ জানাই।