ফরিদগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদগঞ্জ প্রতিনিধি
Link Copied!
ফরিদগঞ্জে মরিয়ম বেগম(২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে এই ঘটনা ঘটার পর শুক্রবার সকালে থানা পুলিশ ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।
জানা গেছে, পার্শবর্তী চরপক্ষিয়া গ্রামের জামাল হোসেনের মেয়ে মরিয়মের সাথে ১১ মাস পুর্বে ফুফাত ভাই ইসমাইল হোসেনের সাথে বিয়ে হয়। এরপর গত বৃহষ্পতিবার রাতে হঠাৎ করেই মরিয়ম গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
তার ভাই কামাল হোসেন বলেন পারিবারিক বিরোধের জের ধরে মরিয়ম আত্নহত্যার পথ বেছে নিয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে।
মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছি।