মতলব হাসপাতালে জেলা আ’লীগ সদস্য আনিছ চৌধুরীকে দেখতে গেলেন দলীয় নেতৃবৃন্দ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি মোঃ আনিছুজ্জামান চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশান ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৩০ জুন মঙ্গলবার দুপুরে হাসপাতালে তাঁকে দেখতে যান মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান মোঃরেজাউল করিম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএআজিজ বাবুল,ফারুক বিন জামান,পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাদল,মতলব উপজেলা সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার সেলিম ।
এসময় নেতৃবৃন্দ আনিসুজ্জামান চৌধুরীর চিকিৎসার সার্বিক খোজখবর নেন। এছাড়া ওনার জন্য ভিটামিন জাতীয় খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিনার নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি গত সোমবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁর কলাদীর বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন মতলব দক্ষিণ স্বাস্থ্য
কমপ্লেক্সের আইসোলেশান ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর স্ত্রী ও একমাত্র ছেলে ঢাকায় থাকেন। তারা সকলের কাছে তাঁর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল বলেন, তিনি গত দুই দিন হাসপাতালের আইসোলেশান ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা আজ কিছুটা উন্নতির দিকে।