মতলব হাসপাতালে জেলা আ’লীগ সদস্য আনিছ চৌধুরীকে দেখতে গেলেন দলীয় নেতৃবৃন্দ

মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ৩০, ২০২০ | ৬:৩১
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ৩০, ২০২০ | ৬:৩১
Link Copied!

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি মোঃ আনিছুজ্জামান চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশান ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৩০ জুন মঙ্গলবার দুপুরে হাসপাতালে তাঁকে দেখতে যান মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান মোঃরেজাউল করিম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএআজিজ বাবুল,ফারুক বিন জামান,পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাদল,মতলব উপজেলা সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার সেলিম ।

এসময় নেতৃবৃন্দ আনিসুজ্জামান চৌধুরীর চিকিৎসার সার্বিক খোজখবর নেন। এছাড়া ওনার জন্য ভিটামিন জাতীয় খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিনার নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি গত সোমবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁর কলাদীর বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন মতলব দক্ষিণ স্বাস্থ্য
কমপ্লেক্সের আইসোলেশান ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

তাঁর স্ত্রী ও একমাত্র ছেলে ঢাকায় থাকেন। তারা সকলের কাছে তাঁর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল বলেন, তিনি গত দুই দিন হাসপাতালের আইসোলেশান ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা আজ কিছুটা উন্নতির দিকে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে বিশ্বকাপ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতা বাংলাদেশের আগামীর গর্ব হামজা : ফিফা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার: জরিপ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ? গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হাজীগঞ্জে দুর্গাপূজায় যে সব প্রস্তুতি প্রসাশনের মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ  অক্টোবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছে বন্যার শঙ্কা ফরিদগঞ্জ লেখক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি সাড়ে আট হাজার কোটি টাকা বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ মতলব দক্ষিণে নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ‘আড়াই’ দিনের টেস্টেও বাংলাদেশের হার