লাওকোরায় রাস্তা ভেঙ্গে পড়লো পুকুরে!
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা টঙ্গীরপাড় ইউনিয়নের লাওকোরা মুক্তিযোদ্ধা সড়কের একশ ফুট রাস্তা ভেঙে পড়লো পুকুরে।
সোমবার দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে।
রাস্তাটি ভেঙে যাওয়ায় লাওকোরা গ্রামের প্রবেশ পথে যানবাহন চলাচল বন্ধ হবার উপক্রম হয়ে পড়েছে।
গ্রামবাসীর বলছেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলী বিভাগ সমন্বয়ে রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।