পরীমনি উচ্ছ্বসিত
ফেসবুকে পোস্ট দিয়ে ফের আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি নতুন গাড়ি নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। মাসেরাতি ব্র্যান্ডের একটি কালো রঙের গাড়ির ড্রাইভিং সিটে বসে আছেন ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী কন্যা পরীমনি। এছাড়া গাড়িটির বেশ কিছু ছবি পরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নয়া প্রেমিক।
প্রথম ডেট।’ গত ২৪ জুন পরী তার ব্যবহৃত হ্যারিয়ার গাড়ির কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন। এতে দেখা যায়, গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। ঠিক তার একদিন পরই মাসেরাতি ব্র্যান্ডের ব্যয়বহুল নতুন এই গাড়ি কিনলেন এই নায়িকা। তবে গাড়িটির মূল্য কত তা এখনো জানাননি তিনি। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বিষয়ে খুব শৌখিন পরীমনি। এক সময় প্রিমিও ১৫ মডেলের একটি গাড়ি ব্যবহার করতেন।
এরপর নীল রঙের এন্টিক, সত্তর দশকের মিতসুবিসি লাঞ্চার কিনেছিলেন সংগ্রহে রাখার জন্য। মাসেরাতি ব্র্যান্ডের নতুন গাড়িটি কেনার আগে সাদা রঙের হ্যারিয়ার ব্যবহার করতেন পরী। পরীমনির পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
করোনা সংকট শুরুর দিকে সুন্দরবনে সিনেমাটির শুটিং করেন তিনি। এতে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম-পরীমনি। পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল।