চীনা পণ্য বয়কটের ডাক দিলেন অভিনেত্রী কঙ্গনা

বিনোদন ডেস্ক
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ৬:৫০
বিনোদন ডেস্ক
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ৬:৫০
Link Copied!

বলিউডে সমকালীন নামি অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম কঙ্গনা রানৌত। বর্তমানে প্রতিবাদী চরিত্রে অভিনয় করতেই বেশি দেখা যায় তাকে। শুধু পর্দাতেই নয়, বাস্তবেও বেশ সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করতে দেখা যায় তাকে। যে কোনো রাজনীতি, সংঘাত, ধর্ষণ কিংবা সামাজিক ও জাতীয় ইসু্যতেও সোচ্চার হয়ে ওঠেন তিনি।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতু্য রহস্যের পর এবার ভারত-চীন প্রসঙ্গে গর্জে উঠলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। এমনকি চীনা পণ্য বয়কটের ডাকও দিলেন তিনি। কঙ্গনা জানান, লাদাখে যেভাবে ভারতীয় জমি দখলের চেষ্টা করছে চীন, তার বিরুদ্ধে এবার দেশের প্রত্যেক মানুষকে গর্জে উঠতে হবে। একজোট হতে হবে সবাইকে। মানসিকভাবে দাঁড়াতে হবে ভারতীয় সেনার পাশে। সেই কারণে দেশের প্রত্যেকটি মানুষকে বর্জন করতে হবে চীনা পণ্য। চীনের যে সব কোম্পানি ভারতে ব্যবসা ফেঁদে বসে রয়েছে, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে সবাইকে। এভাবেই লাদাখে ভারতীয় সেনার ওপর চীনের হামলার তীব্র বিরোধিতা করলেন কঙ্গনা।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

যেখানে তিনি ভারতীয় সীমান্তে জোর করে ঢুকে পড়ে চীন যে হামলা চালাচ্ছে, কড়া ভাষায় তার বিরোধিতা করেন। ভারত সরকার এবং ভারতীয় সেনারা যখন চীনের চোখে চোখ রেখে কড়া মোকাবিলা করছে, সেই সময় দেশের প্রত্যেকটি মানুষকে একযোগে চীনা পণ্য বয়কট করার ডাক দেন কঙ্গনা।

এদিকে পূর্ব লাদাখের গালোয়ানকে নিজেদের জমি বলে দাবি বলা বন্ধ করতে হবে চীনকে। সীমান্তে স্থিতাবস্থা বদল করতে চাইলে দুই দেশের শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে বেজিংকে কড়া সুরে হুমকি দেয় ভারত।

অন্যদিকে গালোয়ানের পর বুধবার সকাল থেকে ডিবিও সড়কের একাংশের নির্মাণকাজ আটকে দেওয়ার উদ্যোগ নেয় চীনের সেনা। রাতারাতি ওই অঞ্চলে চীনের একাধিক সেনা ছাউনি গজিয়ে ওঠে। মিলিটারি গাড়িও ঢুকতে শুরু করে। নামানো হয় প্রচুর সেনা। তার পরই ভারতীয় সেনা তৎপর হয়ে ওঠে। ওই অঞ্চলে কঠোর নজর রেখে মোতায়েন করা হয় একের পর এক বাহিনী।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
‘মিঠা পানিতে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে’ দুষ্কৃতিকারীরা রাতে বিদ্যুৎ না থাকার সময়টা বেছে নেন: জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করবো: তানভীর হুদা  এইচএসসি ও সমমানের ফল ১৫ অক্টোবর চাঁদপুরে অবৈধ অস্ত্র’সহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার  সকলে ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ রক্ষা করতে হবে: জেলা প্রশাসক বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস মতলব উত্তরে সম্প্রতি সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা: জেলা প্রশাসক আলাউদ্দিন আরিফ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন  হাজীগঞ্জে ২৯ মন্ডপে হবে দুর্গাপূজা: সভা মঙ্গলবার  অস্ট্রেলিয়ায় সন্তান নিহত হলেও বাবা-মা জানেন হাসপাতালে ভর্তি কচুয়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত সড়ক এখন মরণ ফাঁদ! আমড়া নাকি জাম্বুরা, কোনটি বেশি উপকারী চাঁদপুরে ৪০ টাকায় বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম ৮-৩১ অক্টোবর তিন পার্বত্য জেলা ভ্রমণে বিরত থাকার নির্দেশ আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে: শারমিন মুরশিদ কচুয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত  হাজীগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা