ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেন আর নেই
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও বিআরডিবি ফরিদগঞ্জের চেয়ারম্যান মোতাহার হোসেন (৫১) আর বেঁচে নেই।
শনিবার (২৭ জুন) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার বাটিরগাঁও মিজি বাড়ীর মরহুম ডাঃ ইছহাক মিজির ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও বহু গুনগ্রাহী রেখে যান।
মরহুমের চাচাত ভাই ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত ১১ জুন রাতে বেশী অসুস্থ্য হয়ে পড়েন। এরপর ১৩ জুন তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর শনিবার দিনগত রাতে তিনি ইন্তেকাল করেন। ফরিদগঞ্জে অবস্থানকালীন সময়ে তার করোনা সন্দেহে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিলো। কিন্তু সেই রিপোর্ট এখন পর্যন্ত আসেনি।
তিনি আরো জানান, আজ রোববার (২৮ জুন) বাদ জোহর ফরিদঞ্জ রুদ্রগাঁও ঈদগা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এদিকে মোতাহার হোসেন (রতন) এর মৃত্যুতে ফরিদগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।