হাজীগঞ্জে নতুন সাতজনসহ জেলায় ৮০ জন করোনা পজেটিভ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২০ | ১০:২৪
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২০ | ১০:২৪
Link Copied!

জেলায় একদিনে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৬ জুন শুক্রবার সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়।

শুক্রবার সকালে ১৯৯টি ও সন্ধ্যায় ৮১টি রিপোর্ট আসে। একদিনে মোট রিপোর্ট এসেছে ২৮০টি। এর মধ্যে ৮০টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৫১জন। মৃত বেড়ে হলো ৫০জন।

এর মধ্যে চাঁদপুর সদরের ৩২জন, হাইমচরের ১২, মতলব উত্তরের ১০জন, হাজীগঞ্জের ৭জন, ফরিদগঞ্জের ৭জন, শাহরাস্তির ৬জন, মতলব দক্ষিণের ৫জন ও কচুয়ার ১জন রয়েছেন। মতলব উত্তরে আক্রান্তদের মধ্যে উপসর্গে মৃত হিসাবরক্ষণ কর্মকর্তা আঃ বারেক (৫৬)ও রয়েছেন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ চিশতী বলেন, হাজীগঞ্জে সন্ধ্যায় ৭ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। দুপুরের সবগুলো রিপোর্ট নেগেটিব ছিল।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৭৫১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩০১জন, শাহরাস্তিতে ৯৩জন, মতলব দক্ষিণে ৭৯জন, হাজীগঞ্জে ৭৫জন, ফরিদগঞ্জে ৭২জন, হাইমচরে ৫২জন, মতলব উত্তরে ৪৬জন ও কচুয়ায় ৩১জন।

জেলায় মোট ৫০জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১৩জন, ফরিদগঞ্জে ৬জন, মতলব উত্তরে ৬জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ২জন।

বিজ্ঞাপন

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শুক্রবার পর্যন্ত চাঁদপুর থেকে মোট নমুনার পাঠানো হয়েছে ৪১৩১টি। রিপোর্ট এসেছে ৩৭২৮টি। রিপোর্ট অপেক্ষমান ৪০৩টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ৭৫১জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২১৫জন। চিকিৎসাধীন আছেন ৪৮৬জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩০৮জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৬৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪৫জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৬২৬৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪১৩১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২১৩৪জন।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে বিশ্বকাপ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতা বাংলাদেশের আগামীর গর্ব হামজা : ফিফা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার: জরিপ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ? গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হাজীগঞ্জে দুর্গাপূজায় যে সব প্রস্তুতি প্রসাশনের মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ  অক্টোবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছে বন্যার শঙ্কা ফরিদগঞ্জ লেখক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি সাড়ে আট হাজার কোটি টাকা বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ মতলব দক্ষিণে নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ‘আড়াই’ দিনের টেস্টেও বাংলাদেশের হার