মতলব দক্ষিণে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত
মতলব দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে শুক্রবার (২৬ জুন) দুপুরে মতলব রিক্সা স্ট্যান্ড আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়।
বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে সমাপ্ত হয়।এবারের মাদক বিরোধী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “শুদ্ধ জ্ঞানেই সঠিক যত্ন হবে,
জ্ঞানের আলোয় মাদক দূরে রবে”। র্যালীর নেতৃত্ব দেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব সূর্যমুখী কচি কাচার মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এমএ আজিজ বাবুল, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আল এমরান চৌধুরী, মতলব উপজেলা সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার সেলিম,সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস,মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, ,শ্রমিক নেতা জালাল খান প্রমুখ।