করোনা মুক্ত হলেন সাংবাদিক সিফাত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২০ | ২:৪৮
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২০ | ২:৪৮
Link Copied!

বিজয় টিভি, বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর প্রতিনিধি সাইফুল ইসলাম সিফাতের করোনা ভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টায় রিপোর্ট নেগেটিভ আসার খবরটি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, গত ১৭ জুন (বুধবার) করোনা আক্রান্ত হওয়ার পর ১৫ তম দিনে ২য় টেস্টের জন্য নমুনা প্রদান করেন সাইফুল ইসলাম সিফাত। প্রায় ১০ দিন পর (আজ ২৬ জুন) শুক্রবার দুপুর ১টায় রিপোর্ট নেগেটিভ আসে।

বিজ্ঞাপন

এ ব্যপারে সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে বলেন, ‘আলহামদুলিল্লাহ্। আজকে আমার রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত থাকাকালীন যারা আমার খোঁজ খবর নিয়েছেন, দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি।’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী জানান, ‘সাইফুল ইসলাম সিফাতের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে প্রথম স্যাম্পুল জমা দেওয়ার তারিখ থেকে মোট ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

সাইফুল ইসলাম সিফাত চলতি মাসের ৩ তারিখে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন । তিনদিন পর ৬ তারিখে তার রিপোর্ট পজেটিভ আসে। হোম আইসোলেশনে চলে যান তিনি। হোম আইসোলেশনের ১৫ তম দিনে পুনঃপরীক্ষা জন্য নমুনা প্রদান করলে (শুক্রবার) দুপুর ১টায় তার রিপোর্ট নেগেটিভ আসে।

বিজ্ঞাপন

উল্লেখ্য: সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর এবং সাপ্তাহিক সকলের কন্ঠ সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক বাংলাদেশের আলো ও বিজয় টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর খবরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।

তিনি গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে বাসায় চিকিৎসাধীন রয়েছে। তিনি করোনাভাইরাসের সংক্রমনের প্রথম থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছিল। তিনি এক নারীর করোনাভাইরাসে মৃত্যুর পর স্বজনরা এগিয়ে না আসায় প্রশাসনের সাথে কবর খুঁড়েছিল। অনেক মৃত ব্যক্তির দাফন কাজে সহযোগিতা করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে বিশ্বকাপ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতা বাংলাদেশের আগামীর গর্ব হামজা : ফিফা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার: জরিপ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ? গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হাজীগঞ্জে দুর্গাপূজায় যে সব প্রস্তুতি প্রসাশনের মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ  অক্টোবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছে বন্যার শঙ্কা ফরিদগঞ্জ লেখক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি সাড়ে আট হাজার কোটি টাকা বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ মতলব দক্ষিণে নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ‘আড়াই’ দিনের টেস্টেও বাংলাদেশের হার