হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বীর নেতৃত্বে দ্বিতীয় দফা বৃক্ষ রোপণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীর নেতৃত্বে দ্বিতীয় দফা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বিকালে হাজীগঞ্জ পৌর সভার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় ও বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।
ওইসময় ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বী বলেন, মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান। মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগ হাজীগন্জ পৌর শাখার তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি দ্বিতীয় দফায় বৃক্ষরোপন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় অংশ হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।