হাজীগঞ্জে ১০ টি অক্সিজেন ফ্লো মিটার দিলেন উপস্থাপক ইউনুস
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি মেডিকেল অক্সিজেন ফ্লো মিটার উপহার দিলেন দেশের জনপ্রিয় উপস্থাপক হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোঃ ইউনুস উল্লাহ।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসএম শোয়েব আহম্মেদ এর কাছে ইউনূসের পক্ষে অক্সিজেন ফ্লো মিটার গুলো প্রদান করেন হাজিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন।
ওইসময় উপস্থিত ছিলেন হাজিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মনিরুজ্জামান বাবলু ও মোহাম্মদ হাবীব উল্যাহ।
১০ টি অক্সিজেন ফ্লো মিটার পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ বলেন, করোনাকালীন সময় রোগীদের জন্য প্রাথমিকভাবে স্বাস্থ্য সেবা প্রদান করা সহজলভ্য হবে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ইউনূস উল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই কর্মকর্তা।