হাজীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ জন
মনজুর আলম
Link Copied!
হাজীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত বেড়ে ৬৩ জন হল। শনিবার চাঁদপুর সদর হাসপাতালে নমুনা দেয়া হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর গ্রামের একজন করোনা পজিটিভ হয়।
এ পর্যন্ত হাজীগঞ্জ উপজেলায় ৩শ’ ৭৮ জন নমুনা পরিক্ষা করতে দিয়েছেন। ৩শ’ ১০ জনের মতো রিপোর্ট আসলেও প্রায় ৭০ জনের এখনও রিপোর্ট আসেনি।
জানা গেছে, করোনা পজিটিভ হয়ে উপজেলায় মৃতের সংখ্যা ১৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহম্মেদ চিশতী বলেন, গত কয়েকদিন রিপোর্ট না আসায় প্রকৃত রোগী নিশ্চিত হওয়া যাচ্ছে না।