বীরেন মুখার্জীর এক গুচ্ছ কবিতা

বীরেন মুখার্জী
আপডেটঃ জুন ১৭, ২০২০ | ১২:৩৮
বীরেন মুখার্জী
আপডেটঃ জুন ১৭, ২০২০ | ১২:৩৮
Link Copied!

হেমন্তের অর্কেস্ট্রা

সব পথ গন্তব্যে পৌঁছে না – এ জাতীয়
উপপাদ্য নির্মাণের প্রস্তাবনা দীর্ঘায়িত হলে
যার অনুসিদ্ধান্ত নিরর্থকতা তৈরি করে
প্রতিরাতে ঘুমুতে যাওয়ার আগে একপ্রস্থ সঞ্চয়ী মুখ
অনুচ্চারে ডাকি তাই; যার সঙ্গে গাণিতিক কোনো
সম্পর্ক নেই; অথচ রাতের পৃষ্ঠাজুড়ে
সে বাজায় অন্যগ্রহে – হেমন্তের গোপন অর্কেস্ট্রা!

বৈচিত্র্যমুখি না হয়ে যে পথ, ক্রমাগত
বহুগামী পোশাকে চিত্রিত করে নিজেকে
তার আড়ালের মধ্যবিন্দু কোনো সমীকরণ মানে না
এজন্য গোপনবিন্দুর পেলবতা ঢেকে যায় গাঢ় কুয়াশায়
হেমন্তের ভেজা ঘাসে জমে ওঠে বাষ্পীকৃত ভাবনা।

বিজ্ঞাপন

নদীর তলদেশ, পাহাড়চূড়া কিংবা মেঠোপথ ঘেঁটে
যে সম্ভাবনা পাখা মেলেছে ইতিহাসে
তার কিঞ্চিত সঞ্চয় করেছি ব্যাকরণসিদ্ধ সরলরেখায়
পথ আমাকে উপপাদ্য শেখায় প্রতিক্ষণ
নিরর্থকতা সত্ত্বেও যার ত্রিকোণে আমার বসতি;
যদিও ঘরামির ঘর জোটে না, কোনওকালে!

ও বৃষ্টিদিন, ও সন্ধ্যা

মেঘের বুক ছুঁয়ে নেমে যাচ্ছে মেঘ – আত্মজসন্ধ্যায়; মনের মানচিত্রে
যে দাঁড়ায় রোজ, বৃষ্টির পদাবলি শুনে সে-ও ঘুমিয়ে পড়ে বুকের
জলাশয়ে! মাছরাঙার পালকে রৌদ্রের গন্ধ ঢেলে শতবর্ষী বৃক্ষ মাতাল
করে অলৌকিক জলের শরীর। তপদগ্ধ ব্যাকুল বিরহী -মনোস্নানে
তুলে নেয় বর্ষণসিক্ত সজীবতা আর ঋতুর পরিহাস ভেঙে সঞ্চয় করে
ঈশ্বরের ছায়া!

বিজ্ঞাপন

প্লাবন সন্ধ্যায় – মৌন আঁধারে ঝুলে আছে চাঁদের শরীর; এসো আজ
বুকের পাটাতন, মনোছল নিয়ে দূরে সরে যাক মেঘের ঘুড়ি।

শিল্প-চুম্বন

প্রথাগত রাত্রি যাপনের পর স্মৃতি হন্তারক দিন উঠে এলে
বরফকুচি ভোরের জানালায় লুকিয়েছি ভ্রমণচিহ্ন
শব্দের মৌনাস্ত্র জমা দিয়েছি পত্রগুঞ্জনে;
তবু শিল্প সন্ধানে আহত দেখি দিনের কঙ্কাল
সম্ভ্রম হারানো সম্প্রীতি থেকে তুলে নিচ্ছে বোধ
আর মহাশূন্য থেকে ছুটে আসা
গতিময় আলোকট্রেন।

শিল্প সহযাত্রী, কুয়াশা ভেলায় অতিক্রম করে দীর্ঘপথ
সবুজ মন, পাতার লাবণ্য ছুঁয়ে ইট – সুরকির গুপ্তবৃন্দাবন
কখনো সংবৃত সময়ের ডানায় অলৌকিক উড্ডয়ন
আলপিনবিদ্ধ তালুতে মোহের ভগ্নাংশ নিয়ে
পার হয় উড়ন্ত জেব্রাক্রসিং
দেখি, বুক এক রুগ্ননদী, চারপাশে ধোঁয়াশা ভীষণ!

এখন কুয়াশা অনুবাদ করি, তুলে রাখি শিল্প-চুম্বন
কেননা, ঠোঁটেও সুপ্ত দেখি স্পর্শের বহুবর্ণ ক্ষত!

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
‘মিঠা পানিতে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে’ দুষ্কৃতিকারীরা রাতে বিদ্যুৎ না থাকার সময়টা বেছে নেন: জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করবো: তানভীর হুদা  এইচএসসি ও সমমানের ফল ১৫ অক্টোবর চাঁদপুরে অবৈধ অস্ত্র’সহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার  সকলে ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ রক্ষা করতে হবে: জেলা প্রশাসক বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস মতলব উত্তরে সম্প্রতি সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা: জেলা প্রশাসক আলাউদ্দিন আরিফ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন  হাজীগঞ্জে ২৯ মন্ডপে হবে দুর্গাপূজা: সভা মঙ্গলবার  অস্ট্রেলিয়ায় সন্তান নিহত হলেও বাবা-মা জানেন হাসপাতালে ভর্তি কচুয়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত সড়ক এখন মরণ ফাঁদ! আমড়া নাকি জাম্বুরা, কোনটি বেশি উপকারী চাঁদপুরে ৪০ টাকায় বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম ৮-৩১ অক্টোবর তিন পার্বত্য জেলা ভ্রমণে বিরত থাকার নির্দেশ আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে: শারমিন মুরশিদ কচুয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত  হাজীগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা