জ্বর শ্বাসকষ্টে মারা গেলেন লাওকোরার মমিন খন্দকার
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
সন্তানদের মাঝে ছাতার নিচে বাবা (ফাইল ফটো)
জ্বর শ্বাসকষ্টে মারা গেলেন হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা খন্দকার বাড়ীর আবদুল মমিন (৬০)।
তিনি মঙ্গলবার রাত ১১ টা ৩০ মিনিটে নিজ বাড়ীতে মারা যান।
তার ছেলে মাহবুব খন্দকার বলেন, বাবার ১০ দিন জ্বর ছিল। শেষের ২ দিন শ্বাসকষ্টে ভুগছিলেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেনেটারী কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, রাতেই নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে বুধবার সকালে তাকে দাফন করা হবে।
আবদুল মমিন খন্দকার চট্টগ্রামে রেয়াজউদ্দিন বাজারে দীর্ঘ বছর ধরে বেত ও বাঁশ শিল্পের ব্যবসা করেন। তার স্ত্রী ও সন্তান সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।