হাইমচরে চিকিৎসক ও পুলিশসহ আরও আটজন আক্রান্ত
ইসমাইল হোসেন
Link Copied!
হাইমচর উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি না পেলে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকবে।
হাইমচর উপজেলায় নতুন করে আরো ৮ জন করোনা শনাক্ত করা হয়েছে।
এরমধ্যে হাইমচর থানার এসআই ২’জন,কনষ্টেবল ৩’জন, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুন রায়হান সহ,জনতা বাজার ১’জন ও তেলিরমোড় ১’জন’সহ মোট ৮’জন করোনা পজেটিভ বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা যায় আজ ১৫ জুন সোমবার করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় নতুন করে ৮ জনের করোনাশনাক্ত করা হয়। নতুন করে ৮ জনসহ আক্রান্ত রোগী সংখ্যা দাড়ালো ৩২ জনে।