হাজীগঞ্জে ৪৯ জনের করোনা, উপসর্গে ৪৩ জনের মৃত্যু
হাজীগঞ্জ উপজেলায় ৩’শ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
রোববার পর্যন্ত করোনা উপসর্গে মারা গেছেন ৪৩ জন। করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতী পপুলার বিডিনিউজ ডটকমকে রোববার দুপুর তিনটায় এসব তথ্য জানান।
জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সফেক্টর জসিম উদ্দিন পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা ৪৩ জন। এর মধ্যে নেগেটিভ রিপোর্ট এসেছে ১০ জনের। ৮ জনের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়নি। কারণ মৃত্যুর তিনঘন্টার পর তথ্য জানানো হয়। তাই নমুনা সংগ্রহ করা হয়নি। ৩ জন চাঁদপুর সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। ৯ জন মারা যান। বাকী ৯ জনের রিপোর্ট এখনো আসেনি। ৪ জনের করোনা উপসর্গ ছিল না।
এছাড়াও বিদেশে এবং হাজীগঞ্জ উপেজলার বাহিরে অনেকেই করােনায় মারা যান। সেই পরিসংখ্যান হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই।