লাইক চিহ্নের অপব্যবহার পরিহার করুন
লাইক চিহ্নটা আসলে কোথায়, কোন ধরণের স্ট্যাটাসে প্রযোজ্য? এটা কি আসলে আমরা বুঝি! এই চিহ্নটা ব্যবহারের বোধটা কি আমাদের আসলেই আছে? ইদানিং লাইক চিহ্নটা ব্যবহারের অবস্থা দেখে রীতিমত হতভম্ব হতে হচ্ছে।
সম্প্রতি ফেসবুক খুললে দেখতে পাচ্ছি দুঃসংবাদে, মরণের সংবাদে, করোনা আক্রান্তে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে ও করোনা আক্রান্ত বৃদ্ধিতে এসব স্ট্যাটাস এর মধ্যে দেখা যাচ্ছে অনেক ফেইসবুক ইউজার প্রতিনিয়ত লাইক দিয়ে যাচ্ছেন। তার মানে উপরের সব ক্ষেত্রেই কি লাইক চিহ্ন দেয়া যেতে পারে? উপরের বিষয়ে লাইক দেয়ার মানে হচ্ছে দুঃসংবাদ তাও পছন্দ করি, মরণের সংবাদ তাও পছন্দ করি, করোনায় আক্রান্তদের সংখ্যা বাড়ছে তাও পছন্দ করি, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে তাও পছন্দ করি। এই ধরণের স্ট্যাটাস গুলোতে লাইক চিহ্নটি ব্যবহার ঠিক কিনা, এ সামান্য বোধটুকু ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে থাকার প্রয়োজন রয়েছে। যদি এ বোধটুকু না থাকে তাহলে ফেসবুকটাকে আসলে ব্যবহার করা আমাদের পক্ষে সমীচীন নয়।
আমরা মানুষের দুঃসংবাদে, বিভিন্ন রোগাক্রান্তে, অসুস্থতায়, বিভিন্ন কারণে মৃত্যুতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য কমেন্টস বক্সে সমবেদনা প্রকাশ, আরোগ্যকামনা, দুঃখ প্রকাশ ও শোক জানাতে পারি। লাইক চিহ্ন ব্যবহার করাটা তো আর বাধ্যতামূলক নয়। সুতরাং সব ক্ষেত্রেই আমরা এই চিহ্নটার অপব্যবহার করতে যাই কেন! অন্যদিকে কারো ভালো কাজে, সুখবরে, সৃষ্টিশীল কাজে, সাফল্যে, গঠনমূলক কাজে উৎসাহ প্রদানের জন্য লাইক চিহ্ন ব্যবহারতো শতভাগ করতে পারি। সাথে কমেন্টসও করতে পারি। আমার কাছে যেটা মনে হচ্ছে কারো কারো প্রকৃত বোধশক্তির অভাবে ফেসবুকটার অপব্যবহার হচ্ছে।
ফেসবুকে স্ট্যাটাস বুঝে সচেতনভাবে আমরা লাইক কমেন্টস ব্যবহার করলে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আরেকটু সমৃদ্ধ হবে। সবার মাঝে এই বোধ শক্তিটুকু জাগ্রত হোক।
লেখক- সাংবাদিক, শিক্ষক ও চারুশিল্পী