চাঁদপুরের সর্বোচ্চ ৭৩ জনের করোনা পজেটিভ, মোট ৩৬৬ জন
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ৭৩ জনের করোনা পজেটিভ। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
শুক্রবার মোট ২৭৪টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭৩ টি করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬ জন মৃত।
নতুন আক্রান্তরা হলেন, চাঁদপুর সদর উপজেলার ২০ জন, হাজীগঞ্জের ১৭জন, হাইমচরে ৫ জন, শাহরাস্তি ১১ জন, ফরিদগঞ্জের ৫ জন, মতলব দক্ষিণেে ৭ জন, মতলব উত্তরে ৩ জন ও কচুয়া ৫ জন।
জেলায় মোট করোনার সংখ্যা দাঁড়ালো ৩৬৬ জন আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জন।
চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় চাঁদপুর সদরে১৫৭ জন, ফরিদগঞ্জে ৪৯, হাজীগঞ্জ ৪২ জন, শাহরাস্তি ৩৪, মতলব দক্ষিণে ৩০ জন, মতলব উত্তরের ১৬ জন ও কচুয়া ২৩ জন, হাইমচরে ১৫ জন।