সুবোধ মরিতে পারে না

মাহবুবুল আলম চুননু
আপডেটঃ জুন ১১, ২০২০ | ১০:৫১
মাহবুবুল আলম চুননু
আপডেটঃ জুন ১১, ২০২০ | ১০:৫১
Link Copied!

সুবোধ একটি মানবীয় গুণ, যা অর্জন করতে হয় দীর্ঘদিনের সাধনার মাধ্যমে। সুবোধ অর্জনের পর ইহা লালন করাও রীতিমতো অনুশীলনের বিষয়। আশার কথা হলো,এই পৃথিবী মানুষের বাসযোগ্য হয়েছে ” সুবোধ ” চর্চা দ্বারা।

আজকাল রাজনীতি-সমাজনীতি-অর্থনীতি প্রতিটি সেক্টরেই সীমাহীন দূর্বৃত্তায়নের ফলে এবং সর্বত্র অযোগ্যদের দখলদারীত্ব-দৌরাত্ম্যের কারণে অনেক বিজ্ঞজনদেরই বলতে শুনি সুবোধ বিদায় নিতে যাচ্ছে।

বি.বাড়িয়ার আমাদের সুচিন্তক বন্ধু আহমেদ হোসাইন গত ৪ জুন /২০২০ তারিখে তাঁর Facebook পেজে একটি পোষ্টে আক্ষেপ করে বলেছেন, ” অবশেষে সুবোধ এই সিদ্ধান্তে পৌঁছালো যে, সে তার মৃত্যু চায় “। আহমেদ হোসেন সাহেবের মত একজন প্রবীণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং বিজ্ঞজন, যিনি আজীবন সুবোধ লালন করে আসছেন, তাঁর মুখেও এই আক্ষেপ !

বোধ থেকে সুবোধ। প্রাগৈতিহাসিক যুগে মানুষ যখন জঙ্গলবাসী ছিল ” ঘর্ষণে আগুন জ্বলে” — এই বোধ থেকে মানবোন্নয়ন শুরু। তেমনি ভাবে সুবোধ এরও একটি সময়কাল আঁকতে পারি। খ্রীষ্টপূর্ব প্রায় ৪ শত বৎসর পূর্বে মহামতি সক্রেটিস যখন ঘোষণা দিলেন-” Knowledge is Power ” – তখন থেকে ” সুবোধ ” এর জন্ম বলতে পারি।

বিজ্ঞাপন

সুবোধ মরে যাওয়ার আগে কিছু জবাব দিয়ে যেতে হবে – ১৮৫৭ সালে যে সিপাহীরা ফাঁসিতে ঝুললেন, সূর্যসেন – ক্ষুদিরাম- প্রীতিলতারা দেশের তরে জীবন দিলেন, সালাম- বরকত- রফিক-জাব্বাররা ভাষার জন্য রক্ত ঢাললেন, ৩০ লাখ শহীদ স্বাধীনতার জন্য প্রাণ দিলেন তাঁদের কাছে এবং “দধীচি”- এর চেয়েও বড় সাধক, আমার দেশের চাষাদের কাছে “সুবোধ” কে জবাবদিহি করতে হবে।

জবাব দেয়ার সাধ্য সুবোধ এর নাই। সুতরাং সুবোধ মরতে পারে না।

“”হে মহামানব, একবার এস ফিরে
শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরীর তীরে /
এখানে মৃত্যু হানা দেয় বার বার
লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার
—– —— —
এখানে শুকনো পাতায়
আগুন জ্বালো ।।
খাল- বিল- নদী- নালা- গাঙ তথা মনুষ্যত্ব রক্ষার জন্য সুবোধ বেঁচে থাকবে ; কু-প্রবৃত্তিগুলোকে আগুন দিয়ে পোড়ানোর জন্য।

বিজ্ঞাপন

“সুবোধ” এর জয় হোক।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল ১৫-১৭ অক্টোবরের মধ্যে বিশ্বকাপ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন জ্যোতি ‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে গুম কমিশন, জমা পড়েছে ৪০০ অভিযোগ দুই দিনের বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতা বাংলাদেশের আগামীর গর্ব হামজা : ফিফা অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার: জরিপ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০ লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ? গণত্রাণের ৮ কোটি টাকা যাচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হাজীগঞ্জে দুর্গাপূজায় যে সব প্রস্তুতি প্রসাশনের মতলবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ : একজন গুলিবিদ্ধ হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ  অক্টোবরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আছে বন্যার শঙ্কা ফরিদগঞ্জ লেখক ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি সাড়ে আট হাজার কোটি টাকা বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ মতলব দক্ষিণে নির্মাণাধীন বাড়ি থেকে আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি হাজীগঞ্জে দ্বাদশগ্রাম ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন ‘আড়াই’ দিনের টেস্টেও বাংলাদেশের হার