মতলবে পৃথক অগ্নিসংযোগে তিন বসত ঘর পুড়েছে
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পৃথক অগ্নিসংযোগের ঘটনায় তিনটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা।
২ জুন মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা ও নারায়ণপুর ইউনিয়নের বদরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাগদ গ্রামের শাহজালাল প্রধানের খরের পাড়ায় ও রাত পোনে ১০ টায় বদরপুর গ্রামের মৃত আমির হোসেন পাটওয়ারীর ছেলে আলমগীর হোসেন পাটওয়ারীর পরিত্যক্তব দুটি বসত ঘর ও একটি গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ অগ্নিসংযোগের বিষয়গুলো নিশ্চিত করেন।