মানবতার ফেরিওয়ালা মি. ফারুক হোসেন মজুমদার

আরিফ ইমাম মিন্টু
আপডেটঃ মে ৩০, ২০২০ | ৫:১০
আরিফ ইমাম মিন্টু
আপডেটঃ মে ৩০, ২০২০ | ৫:১০
Link Copied!

বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সমাজসেবক, শীর্ষস্থানীয় সংগঠক, মি. মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার COVID-১৯ কমিউনিটি ফুড ড্রাইভের অসামান্য ও মূল্যবান অবদানের জন্য বাংলাদেশী সম্প্রদায়ের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসাবে গণ্য হয়েছেন।

মি. মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকার কৃতি সন্তান। তিনি গত ৩০ বছর ধরে নিউইয়র্ক সিটি বাংলাদেশী সম্প্রদায়কে সংগঠিত করার সাথে নিয়োজিত রয়েছেন। তিনি দু’বার রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি, নিউ ইয়র্ক সিটির বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি, প্রবাসী মতলব সোসাইটির প্রধান উপদেষ্টা, শাপলা ওয়েলকেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, সিএনইওয়াই ইউনাইটেড বিএসএ (সিবিবি) এর উপদেষ্টা, প্রাক্তন নির্বাচিত শিক্ষার্থী হিসাবে দু’বার দায়িত্ব পালন করেছেন। লাগুয়ার্ডিয়া কমিউনিটি কলেজের সরকারী সমিতির নেতাও তিনি।

তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউর্য়াকের বুক এক্সচেঞ্জ প্রোগ্রামের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ।

বিজ্ঞাপন

তাঁর সভাপতি থাকাকালীন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনটিকে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য সোনালী সময় বলে মনে করা হয়। বর্তমানে তিনি মজুমদার ফাউন্ডেশনের হয়ে কাজ করছেন যার লক্ষ্য নিউইয়র্ক সিটির পাশাপাশি বাংলাদেশের দারিদ্র্য হ্রাস করতে সহায়তা করা। বছরের পর বছর ধরে, তিনি বুঝতে পেরেছিলেন যে সেখানে অনেক আন্তরিক মানুষ আছেন, যাঁরা জড়িত হয়ে তাঁদের সম্প্রদায়ের সেবা করতে চান তবে কোনও উপযুক্ত প্ল্যাটফর্ম খুঁজে পান না। এখন, তাঁরা তাঁদের মিশনে সহায়তা করতে মাজুমদার ফাউন্ডেশনে যোগদান করতে পারেন।

মজুমদার ফাউন্ডেশন অনেকের জীবনে পরিবর্তন বয়ে আনতে পারে এবং দরিদ্রদের একটি ভাল জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় সহায়তা পেতে সহায়তা করে।

এছাড়াও, তিনি বিভিন্ন সংগঠকের সহায়তায় গত সপ্তাহে COVID-১৯ মহামারী চলাকালীন ১ মাসের সরবরাহ সহ ব্রঙ্কস অঞ্চলে ১৬ টি পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেছেন।

বিজ্ঞাপন

তার সহায়তায়, নিউয়ার্ক সিটির পাঁচ সপ্তাহেরও বেশি পরিবারকে দুই সপ্তাহের খাদ্য সরবরাহের জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছিল এবং ৪ সপ্তাহেরও কম সময়কালে বিনামূল্যে তাদের দোরগোড়ায় সরবরাহ করা হয়েছিল। করোনার মহামারী চলাকালীন কোনও অসুবিধা হলে যে কোনও বাংলাদেশী মি. ফারুকের সাথে বিনা দ্বিধায় যোগাযোগ করতে পারেন।

মি. মোহাম্মদ ফারুক হোসেন মজুমদারের সম্প্রদায়ের প্রতি নিঃশর্ত সমর্থন এবং প্রতিশ্রুতি দেখে বাংলাদেশি সম্প্রদায় সত্যই সম্মানিত বোধ করে।

বাংলাদেশী সম্প্রদায় এই মানবসেবামূলক কাজ ও কর্মকান্ডের জন্য এই উদার নায়কের প্রতি অসীম আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবের চরাঞ্চলে ঝুঁকি নিয়ে মেঘনা পারি দিচ্ছে হাজারও মানুষ কুমিল্লা’সহ দেশের ১৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা হামলার অভিযোগে মতলব উত্তরের আ. লীগ নেতা’সহ ২০৬ জনের বিরুদ্ধে মামলা সারাদেশে দুই লাখ আনসার মোতায়েন হচ্ছে দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সংলাপে বসেছে বিএনপি টানা বৃষ্টিতে ফের ডুবছে নোয়াখালী, পানিবন্দি ১২ লাখ মানুষ হাজীগঞ্জে শিক্ষক দিবসে আলোচনা সভা ও র‌্যালি হাজীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা মোংলায় ১০ গ্রেড বাস্তবায়নে শিক্ষকদের মানববন্ধন  কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  চাঁদপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি অর্ধশত  টানা বৃষ্টিতে হাজীগঞ্জে জলাবদ্ধতায় পানি বন্দি মানুষ  চাঁদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, জেলাজুড়ে জলাবদ্ধতা হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু ব্যারিস্টার টিপুকে হত্যা চেষ্টায় মতলব উত্তরে সাবেক মন্ত্রী পুত্র, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০৮ শিক্ষার্থীকে পাঠদান দিচ্ছে একজন শিক্ষক দ্বারা! বাজারে সবজির দাম আকাশছোঁয়া বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ