ক্যাটরিনার বিরুদ্ধে চুরির অভিযোগ!
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে ‘আইডিয়া চুরি’র অভিযোগ তুললেন আরেক নায়িকা দীপিকা পাড়–কোন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাগের ইমোজি দিয়ে দীপিকা বুঝিয়েও দিলেন ক্যাটরিনার ওপর কতটা ক্ষুব্ধ তিনি। এই সংকটময় পরিস্থিতিতে কেমন করে এমনটা করতে পারলেন ক্যাটরিনা বিশ্বাসই হচ্ছে না দীপিকার!
জানা যায়, কয়েক দিন আগে ইন্সটাগ্রামে সহজে বাসন কীভাবে মাজতে হয় সে বিষয়ে একটি টিউটোরিয়াল পোস্ট করেছিলেন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ারও হয়েছিল প্রচুর। দীপিকার দাবি, বাসন মাজার আইডিয়া নাকি আদপে তার। ক্যাটরিনা সেটা চুরি করে নিয়েছেন। দীপিকা ভেবেছিলেন বাসন মাজার ভিডিও পোস্ট করবেন। কিন্তু সেখানেই তাকে ক্লিন বোল্ড করে ট্রফি নিয়ে এগিয়ে গিয়েছেন ক্যাটরিনা।
উত্তরে ক্যাটরিনা হাসি চেপে রাখতে পারেননি। উল্টো দীপিকা যাতে সাবধানে থাকেন সে কথাও কমেন্টে লেখেন তিনি। মূলত দুই বন্ধু বাসন মাজা নিয়ে বেশ মজা করেই মান-অভিমানের জন্ম দিয়েছেন। ক্যাটরিনা-দীপিকার বন্ধুত্ব ইদানিং যে বেশ ভালো তাদের ইন্সটাগ্রাম অনুসরণ করলেই বোঝা যায়।