আম্ফানের পর আসছে নিসর্গ
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
জুনের প্রথম সপ্তাহে আসছে আরেকটি সাইক্লোন। এর সম্ভাব্য নাম ‘নিসর্গ’ (বাংলাদেশের দেয়া নাম)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক এবং প্রাকৃতিক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ (২৩ মে) একটি ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য শেয়ার করেন।
তিনি ঐ স্ট্যাটাসে আরো বলেন, আমরা অতি খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, সবাই শক্ত থাকুন, ধৈর্য হারাবেন না। বঙ্গোপসাগরজুড়েই একটি জরুরি সতর্কতা জারি দরকার। তিনি জানান, ‘নিসর্গ’ নামের ঝড়টির জন্ম আন্দামান নিকোবারের দক্ষিণে।
এর আগে ২৫ এপ্রিল ঘূর্ণিঝড় আম্পানের আগমনের শঙ্কা প্রকাশ করেছিলেন ড. বিশ্বজিৎ নাথ। এই গবেষক তার আরেকটি স্ট্যাটাসে আশঙ্কা করেছেন আম্পান পরবর্তী ভয়াবহ বন্যার। সর্বশেষ তিনি জুনের আসন্ন ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্ক করলেন।