চিত্রনায়িকা শাবনূর অসচ্ছল শিল্পীদের পাশে
বিনোদন ডেস্ক:
Link Copied!
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অস্বচ্ছল শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া থেকেই দেশের অস্বচ্ছল শিল্পীদের সাহায্য করে যাচ্ছেন এ অভিনেত্রী।
দেশে শাবনূরের পাঠানো অর্থ তার সহকারী ও মেকআপ শিল্পী সেলিম অসচ্ছল শিল্পীদের সাহায্য করে যাচ্ছেন। সাহায্য হিসেবে মূলত খাদ্যপণ্য দেয়া হচ্ছে ২৫ কেজি চাল, পাঁচ কেজি তেল, পেঁয়াজ, রসুন, আলুসহ শুকনো খাবার। আবার কাউকে নগদ টাকাও দিচ্ছেন তিনি।
শাবনূরের এসব অস্বচ্ছল শিল্পীদের তালিকা করেন পরিচালক এম এ আউয়াল পিন্টু। তিনি জানান, এক মাস ধরে সহযোগিতা করে যাচ্ছেন এ নায়িকা। বিষয়টি প্রচারে না আনার অনুরোধ করেন শাবনূর। তাই জানানো হয়নি।