জ্বরের ঔষুধ মনে করে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু

সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১১, ২০২৪ | ৮:১২
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১১, ২০২৪ | ৮:১২
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুরে ঠান্ডা ও জ্বরের ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে মারিয়া (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে কিশোরীর নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল জরুরি বিভাগে মেয়েটির মায়ের সাথে কথা বলে এই তথ্য জানা যায়।

মারিয়া আক্তার ওই এলাকার কামাল হোসেনের মেয়ে। দুই মেয়ের মধ্যে মারিয়া বড় মেয়ে। সে নাওড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

বিজ্ঞাপন

মারিয়ার মা বিউটি বেগম বলেন, তার মেয়ে ঠান্ডা জ্বরে অসুস্থ। সকাল ৮টার দিকে মারিয়া কাশির ওষুধ মনে করে ভুল করে চালের কেরি নাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের লোকজন তার গুরুতর অবস্থা দেখতে পেয়ে আত্মীয় ও একজন অটোরিকশা চালকের সহযোগিতায় বেলা ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে বলে জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, এই বিষয়ে আমরা মতলব উত্তর থানাকে জানিয়েছে। তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, হাসপাতাল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন ডিসি হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যু  হাজীগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সানাউল্লাহ, সাধারণ সম্পাদক নন্দীতা দাস রাজারগাঁও হায়দার আলী হাজী কোরআনিয়া মাদ্রাসার ২ দিন ব্যাপী মহা সম্মেলন হাইমচরে শীতবস্ত্র পেলেন পাঁচ শতাধিক শীতার্থরা যেই প্রতিবেদনে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন মনিরুজ্জামান বাবলু হাজীগঞ্জে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ চাঁদপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৬ সাংবাদিক হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান আজ ছয়জন পাচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার লক্ষ্মীপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহবায়ক কমিটি গঠন পাইকদীতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মুগ্ধতা ছড়াবে জাতীয় পর্যায়ের শিল্পীরা প্রথমবারের মতো চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরষ্কার পাচ্ছেন ছয়জন হাজীগঞ্জে ৪০ দিন ফজরের জামায়াতে অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার বিতরণ বিএনপির সভাপতি হয়ে ফুলেল সংবর্ধনা পেল প্রফেসর কুদ্দুস হাজী ইউনুস মাহমুদকে কুয়েত প্রবাসী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা বিএনপি ভদ্রতার রাজনীতিতে বিশ্বাসী —- ইঞ্জিনিয়ার মমিনুল হক ফুলেল শুভেচছা জানালেন ১ নং ওয়ার্ড বিএনপি শাহরাস্তিতে  উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা সংসদের সম্মেলন হাজীগঞ্জে ইউএনও’র কম্বল বিতরন