এক সিগারেটের দামে কেনা যায় একটি ইট !
পপুলার বিডিনিউজ ডেস্ক
Link Copied!
১টি সিগারেটের দাম দিয়ে ১টি ইট কেনা যায়। যারা দৈনিক ১ প্যাকেট = ২০টি সিগারেট টানেন
তারা মাসে ২০x৩০ = ৬০০টি
বছরে ১২x৬০০= ৭২০০টি পাঁচ বছরে ৫x৭২০০=৩৬০০০টি
তার মানে ৫ বছরে ৩৬০০০ ইট কিনতে পারবে অর্থাৎ একটি ছােটখাটো একতলা বিল্ডিং এর
মালিক হতে পারবে। এখন সিদ্ধান্ত তোমার বিল্ডিং বানাবেন নাকি ফুসফুসে ক্যান্সার বানাবে?
বর্তমানে সিগারেট এর দাম যে হারে বাড়ছে, বাড়ি বানানাের পর ১টি বাইক ও কিনতে পারবে।
(সংগৃহীতি)