আলাউদ্দিন আরিফ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন
মোঃ নাছির উদ্দিন
Link Copied!
চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আরিফ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১১ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের অনুমোদন দিয়েছে।
রোববার (৬ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার উপসচিব মো. ইব্রাহিম ভুঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশ সেরা ক্রাইম রিপোর্টার সাংবাদিক আলাউদ্দিন আরিফ বর্তমানে দৈনিক কালবেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দৈনিক জনকণ্ঠ, আমার দেশ, যুগান্তর, দেশ রূপান্তর,বাংলাদেশ প্রতিদিন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় অত্যন্ত বিচক্ষণতা ও সুনামের সহিত ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
আলাউদ্দিন আরিফ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় কচুয়ার সকল শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।